একটি ইকমার্স ওয়েবসাইট কেন এত গুরুত্বপূর্ণ ?
একটি ই-কমার্স ওয়েবসাইট ২৪ ঘন্টা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজ করে। ব্যবসার হিসাব থেকে শুরু করে ব্যবসার লাভ-ক্ষতি, অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার গ্রহণ, স্টক ম্যানেজমেন্ট, কাস্টমারের ডাটা সংরক্ষণ, এক ক্লিকে ইনভয়েস তৈরি সহ আরো কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ মুহূর্তের মধ্যে খুব সহজে করে থাকে।
যা আপনার একার পক্ষে করতে অনেক সময় সাপেক্ষ এবং অনেক কর্মী নিয়োগের ব্যাপার।
অন্যদিকে আপনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসলে ব্যবসার কোন হিসাব থাকে না বা দ্রুত হিসাব রাখা সম্ভব না। কিন্তু আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ব্যবসার সকল হিসাব থাকবে আপনার হাতের মুঠোয় যে কোন সময় যে কোন জায়গা থেকে ব্যবসার সকল হিসাব দেখতে পারবেন মুহূর্তের মধ্যে।
তাছাড়া আপনার বিজনেসকে ব্র্যান্ডিং করতে , কাস্টমারের মনের মধ্যে ট্রাস্ট বিল্ড করতে ওয়েবসাইট অনেক বড় ভূমিকা রাখে।
মার্কেটে এখন অনেক অনলাইন উদ্যোক্তা রয়েছেন এবং তাদের বেশিরভাগেরই শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়া , গ্রুপএ পোস্ট দেওয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করে। আপনি যদি তাদের থেকে আলাদা হয়ে আপনার বিজনেসকে সবার উপরে নিয়ে যেতে চান এবং কাস্টমের মনের মধ্যে জায়গা করে নিতে চান তাহলে একটি ওয়েবসাইট হচ্ছে তার সঠিক সমাধামন।
নোটঃ০১ অনলাইন বিজনেসে ট্রাস্ট (Trust) জিনিসটা সবথেকে বড় ভূমিকা রাখে।
নোটঃ০২ বিজনেসের জন্য খরচ করা, এটা বিজনেসে ইনভেস্টমেন্ট। যেখান থেকে আপনি টাকা ইনকাম করার কথা ভাবছেন সেখানের ছোট ছোট প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আপনার বিজনেসকে অনেক বড় ভেলু দিবে।